ভ্যাট কি?


সহজ ভাষায় ভ্যাট
ড. মোঃ আবদুর রউফ | প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৩
প্রশ্ন : আমার একজন ক্লায়েন্ট রেস্তোরাঁ সেবা প্রদান করেন। রেস্তোরাঁতে বিদেশী একটি রেস্তোরাঁর ব্র্যান্ডনেম এবং প্রযুক্তি ব্যবহার করা হয়। সে বাবদ ওই বিদেশী রেস্তোরাঁকে মূল্য পরিশোধ করতে হয়। পরিশোধিত মূল্যের ওপর আমার ক্লায়েন্ট ১৫ শতাংশ ভ্যাট নিজে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি খাতে জমা প্রদান করেন। বিদেশী রেস্তোরাঁর ব্র্যান্ডনেম ও প্রযুক্তি ব্যবহার আমার ক্লায়েন্টের রেস্তোরাঁর উপকরণ হিসেবে বিবেচিত হবে কিনা এবং পরিশোধিত ভ্যাট তিনি রেয়াত নিতে পারবেন কিনা সে বিষয়ে অনুগ্রহ করে মতামত দিন। [অ্যাডভোকেট মোঃ আনোয়ার হোসেন, সভাপতি, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন, জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব ভবন (নীচতলা), সেগুনবাগিচা, ঢাকা।]
উত্তর : বিদেশী রেস্তোরাঁর ব্র্যান্ডনেম ও প্রযুক্তি ব্যবহার আপনার ক্লায়েন্টের রেস্তোরাঁর উপকরণ হিসেবে বিবেচিত হবে এবং আপনার ক্লায়েন্ট পরিশোধিত ভ্যাট রেয়াত নিতে পারবেন। মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এর ধারা ২ এর দফা (গ) এর উপ-দফা (অ)-তে বর্ণিত আছে যে, আমাদের দেশের ভ্যাট ব্যবস্থায় কি কি উপকরণ এবং কি কি উপকরণ নয়। মূলত শ্রম, ভূমি, ইমারত, অফিস যন্ত্রপাতি ও যানবহান উপকরণ নয়। এবং মূলত সব ধরনের কাঁচামাল, গ্যাস বা অন্য কোনো জ্বালানি, মোড়ক সামগ্রী, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ এবং সব ধরনের ভ্যাটযোগ্য সেবা হল উপকরণ। আপনার ক্লায়েন্ট বিদেশী একটি রেস্তোরাঁর ব্র্যান্ডনেম এবং প্রযুক্তি ব্যবহার করেন। অর্থাৎ বিদেশ থেকে ওই সেবাগুলো আমদানি করেন। ব্র্যান্ডনেম ব্যবহারের বিপরীতে যে মূল্য পরিশোধ করা হয়, তাকে রয়্যালটি বলা যায়। প্রযুক্তি ব্যবহার ‘অন্যান্য বিবিধ সেবা’ হিসেবে শ্রেণীবিন্যাস করা যায়। আবার, সম্পূর্ণ বিষয়টিকেও ‘অন্যান্য বিবিধ সেবা’ হিসেবে শ্রেণীবিন্যাস করা যায়। উপরের বিবরণ অনুসারে, এই সেবাটি উপকরণ। কি কি বিষয়ের ওপর উপকরণ কর রেয়াত পাওয়া যাবে না তা একই আইনের ধারা ৯ এ উল্লেখ আছে। রয়্যালটি বা অন্যান্য বিবিধ সেবা ধারা ৯ এ উল্লেখ নেই। তাই, আপনার ক্লায়েন্ট কর্তৃক বিদেশী রেস্তোরাঁর ব্র্যান্ডনেম এবং প্রযুক্তি ব্যবহারের ওপর পরিশোধিত ভ্যাট রেয়াত নেয়া যাবে। উপকরণ কর রেয়াত নিতে হলে আমদানিকৃত উপকরণের ক্ষেত্রে বিল-অব-এন্ট্রি এবং স্থানীয়ভাবে ক্রয়কৃত উপকরণের ক্ষেত্রে ভ্যাট চালান দখলে থাকতে হয়। বর্ণিত ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের কাছে এমন কোনো দলিল নেই। তবে, আইনের ধারা ৯ এর উপ-ধারা (১) এর দফা (ঞ) এর শর্তাংশে উল্লেখ আছে যে, সেবা আমদানির ক্ষেত্রে প্রযোজ্য ভ্যাট সরকারি ট্রেজারিতে জমা দেয়ার প্রমাণপত্র অর্থাৎ ট্রেজারি চালান থাকা সাপেক্ষে রেয়াত নেয়া যাবে। তাই, যেহেতু আপনার ক্লায়েন্ট নিজে ওই ভ্যাট পরিশোধ করেছেন এবং পরিশোধের প্রমাণস্বরূপ তার কাছে ট্রেজারি চালান রয়েছে, সেহেতু আপনার ক্লায়েন্ট ওই ভ্যাট রেয়াত নিতে পারবেন। আরও উল্লেখ্য যে, শীতাতপ নিয়ন্ত্রিত নয় এমন রেস্তোরাঁ হলে উপকরণ কর রেয়াত পাওয়া যাবে না, কারণ, সেখানে ভ্যাটের হার ৬.০ শতাংশ। পক্ষান্তরে, শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁ হলে উপরকণ কর রেয়াত পাওয়া যাবে, কারণ, সেখানে ভ্যাটের হার ১৫ শতাংশ।
উত্তরদাতা : পরিচালক, কেন্দ্রীয় গোয়েন্দা সেল এবং প্রকল্প উপ-পরিচালক, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ বাস্তবায়ন প্রকল্প, জাতীয় রাজস্ব বোর্ড। ই-মেইল: roufcus@yahoo.com

সূত্র: http://www.jugantor.com/industry-trade/2013/12/18/50857
Share on Google Plus

About Advocate REAGAN

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment