নির্যাতিতা হিন্দু নারীর বিবাহ বিচ্ছেদ কেন নয়, হাইকোর্টের রুল



যৌতুকের দায়ে স্বামীর হাতে নির্যাতিতা ঢাকাস্থ এক হিন্দু নারীর (নাম প্রকাশে অনিচ্ছুক) বিবাহ বিচ্ছেদ কেন করানো যাবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই রুলের বিষয়ে বাংলাদেশ ল’ কমিশন, আইন মন্ত্রণালয় ও সরকারের কেবিনেটদেরকে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার এক রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। রুলের পাশাপাশি ওই নারীর চলা-ফেরায় যেন তার স্বামী বা অন্যদের দ্বারা কোনো বাধার সৃষ্টি না হয় সে বিষয়েও একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে নির্যাতিতা নারীর পক্ষে রিট শুনানি করেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নির্বাহী সম্পাদক আইনজীবী এলিনা খান। এসময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। গত রবিবার নির্যাতিতা ওই নারীর পক্ষে এলিনা খান রিটটি দায়ের করেন।

পরে রিটকারী আইনজীবী এলিনা খান সাংবাদিকদের জানান, যৌতুকের কারণে স্বামীর হাতে নারীটি প্রচুর নির্যাতনের শিকার হয়েছে। তাই সে তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করতে চাইছে। কিন্তু হিন্দু আইনে এমন বিধান না থাকায় তিনি আইনগতভাবে তা করতে পারছেন না। সেক্ষেত্রে আমরা আদালতের সামনে সংবিধানের ২৬(১) অনুচ্ছেদ তুলে ধরেছি।

এই অনুচ্ছেদে বলা আছে, সংবিধানে উল্লেখিত সকল মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস সকল প্রচলিত আইন যতখানি অসামঞ্জস্যপূর্ণ তা বাতিল করা হবে। সেক্ষেত্রে হিন্দু আইনটি অবশ্যই সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থি। তাই হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদের ধারা পরিবর্তন করে সংবিধানের ২৭, ২৮, ৩১ ও ৩২ অনুচ্ছেদে আমরা এর প্রতিকার ও উক্ত নারীর নিরাপত্তা চেয়েছি।

- See more at: http://www.bd-pratidin.com/national/2015/01/20/57500#sthash.EXOz99hr.dpuf
Share on Google Plus

About Advocate REAGAN

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment