দেওয়ানি মামলার বিচারকদের আর্থিক এখতিয়ার বাড়ছে




দেওয়ানি আদালতের বিচারকদের আর্থিক এখতিয়ার বাড়িয়ে এ সংক্রান্ত সংশোধিত আইনে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার বাড়িয়ে ‘দি সিভিল কোর্টস (অ্যামেন্ডমেন্ড) অ্যাক্ট, ২০১৫’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, বিবাদমান সম্পাত্তির মূল্যের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় কোন কোর্টে তা বিচার্য হবে।

“বর্তমানে সম্পত্তির মূল্য অনেক বেড়েছে। তার সঙ্গে সঙ্গতি রেখে দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার বাড়ানোর প্রয়োজন আছে। এজন্য মন্ত্রিসভা এ আইন অনুমোদন দিয়েছে।”

সংশোধিত আইন বাস্তবায়নে বিভিন্ন সুবিধা তুলে ধরে মোশাররাফ বলেন, এতে মামলা দ্রুত নিষ্পত্তি হবে। কারণ বর্তমানে যে মামলা উচ্চ আদালতে হয় তা এখন নিম্ন আদালতে বিচার করা যাবে। এতে মানুষের কষ্ট অনেক লাঘব হবে।

মন্ত্রিপরিষণদ সচিব জানান, দেওয়ানি মামলায় সহকারী জজের আর্থিক এখতিয়ার দুই লাখ টাকা থেকে বাড়িয়ে ১৫ লাখ টাকা করা হয়েছে।

অর্থাৎ, নতুন আইন জাতীয় সংসদে পাসের পর ১৫ টাকা মুল্যের সম্পত্তি সংক্রান্ত মামলাগুলো সহকারী জজ আদালতে বিচার করা যাবে।

আর সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার চার লাখ টাকা বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, “যুগ্ম-জেলা জজদের আর্থিক এখতিয়ার সংশোধনের প্রয়োজন হয়নি। কারণ তাদের আর্থিক ক্ষমতা আনলিমিটেড।”

আপিল কোর্টের ক্ষেত্রে বর্তমানে জেলা জজের আর্থিক এখতিয়ার পাঁচ লাখ টাকা ছিল জানিয়ে মোশাররাফ বলেন, এটা বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে।

“অর্থাৎ যে সম্পত্তির মূল্য পাঁচ কোটি টাকা পর্যন্ত তার আপিল মামলার শুনানি জেলা জজ আদালতেই হবে। এর উপরে হলে তা হাই কোর্ট বিভাগে যাবে।”

আইন সংশোধন করে বিচারকদের আর্থিক এখতিয়ার বাড়ানোয় অনেককেই আর হাই কোর্টে আসতে হবে না, বলেন মন্ত্রিপরিষদ সচিব।

সূত্র: http://bangla.bdnews24.com/bangladesh/article1026714.bdnews
Share on Google Plus

About Advocate REAGAN

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment